fbpx
দেশহেডলাইন

জয়েন্ট-নিট পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত, থাকার ব্যবস্থা ওড়িশা সরকারের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যেই সেপ্টেম্বর মাসে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাত্‍ জয়েন্ট ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা অর্থাত্‍ নিটের ঘোষণা করেছে কেন্দ্র। তার মধ্যে অনেক রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই তাঁদের জন্য যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছে ওড়িশা সরকার। সম্পূর্ণ বিনামূল্যে এই বন্দোবস্ত করা হয়েছে।

সেপ্টেম্বরের ১ থেকে ৬-এর মধ্যে JEE পরীক্ষা হবে। ওড়িশার মুখ্যসচিব পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তারা যেন নোডাল অফিসে তাদের যাবতীয় তথ্য জানায় ৩১ অগাস্টের মধ্যে। যাতে পরীক্ষার দিন ফ্রি-তে সব পরিষেবা পায় তারা। অতিমারির জন্য সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে রেখেছে ওড়িশা সরকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা। ওড়িশার একটি বিস্তীর্ণ এলাকা বন্য বিপর্যস্ত। সঙ্গে করোনার অতিমারিও রয়েছে। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও রকম বিপদ বা ঝুঁকির সৃষ্টি হয়, তার জন্য থাকা, খাওয়া ও যাতায়াতের যাবতীয় খরচ ওড়িশা সরকারের। পড়ুয়াদের এই নিয়ে কিছু ভাবতে হবে না। ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী।

 আরও পড়ুন: রাহুল নেতা হলে ২০২৪ লোকসভাতেও জিতবে না কংগ্রেস, বলছেন বিক্ষুব্ধ নেতা

তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা সব জায়গায় তাঁদের অ্যাডমিট কার্ড দেখাবেন। এই অ্যাডমিট কার্ডকেই তাঁদের পাস হিসেবে মনে করা হবে। সরকার বাসের বন্দোবস্ত করবে। এই বাসে করেই পরীক্ষার্থীদের বিভিন্ন আইটিআই, পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে রাখা হবে। তারপর সেখান থেকে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে দেওয়া হবে। তবে তার জন্য নিজেদের বাড়ি ও পরীক্ষা কেন্দ্রের সব তথ্য জানাতে হবে পরীক্ষার্থীদের।’ জানা গিয়েছে, প্রতিটি জেলায় একটি আইটিআই কলেজের প্রিন্সিপ্যালকে নোডাল অফিসার করা হয়েছে। তাঁর কাছে গিয়েই নিজেদের যাবতীয় তথ্য জমা দেবেন পরীক্ষার্থীরা। সেই তথ্য সরকারের কাছে চলে আসবে।

Related Articles

Back to top button
Close