fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বোলপুরে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা, বাড়িতে গিয়েই জেরা! এবার কি অপেক্ষা করছে অনুব্রত’র জন্য!

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বুধবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বার বার অসুস্থতাকে হাতিয়ার করে হাজিরা এড়িয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। গতকাল দশম হাজিরা ছিল, তাও সুকৌশলে এড়িয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এদিকে রাতেই বোলপুর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।  বৃহস্পতিবার সকালেই রতনকুঠি গেস্ট হাইসে তলব করা হয় এক ব্যাঙ্ক কর্মীকে। আসানসোল এবং কলকাতা থেকে একাধিক গাড়ি পৌঁছয় বলে সূত্রের খবর। রতনকুঠি গেস্ট হাউজ় ও পূর্বপল্লি গেস্ট হাউজ়ে পৌঁছয় সিবিআই দল। ৩০ থেকে ৩৫ জনের দল এসেছে বলেই খবর। রয়েছেন মহিলা সিআরপিএফ জওয়ানও। ১৪ দিনের সময় চেয়েছেন অনুব্রত। কিন্তু আইনজীবীদের সেই সময় ওই সময় দেওয়া হবে কিনা তাই স্পষ্ট করেই কিছুই জানাননি তদন্তকারী অফিসার। বলেছিলেন ‘দেখছি’। গতকাল চিঠি ও অনুব্রত মণ্ডলের দুটি প্রেসক্রিপশন জমা পড়ে। সেটি পাওয়া দেওয়া হয় দিল্লির সদর দফতরে।

গরু পাচার মামলায় মোট ৯ বার তলব এড়িয়েছেন অনুব্রত। কেষ্ট ইস্যুতে তদন্তের জাল গোটাতে সচেষ্ট সিবিআই। সিবিআই আধিকারিকরা কি কোনও বড় পদক্ষেপ নিচে চলেছেন, বাড়ছে ক্রমশ রহস্য। সূত্রের খবর, দুর্গাপুরের ক্যাম্প অফিস থেকে সকাল থেকেই বিপুল পরিমাণে ফোর্স ঢুকছে রতনপল্লীর বাড়িতে। সকালে দুটি গাড়িতে সিবিআই আধিকারিকরাও এসেছেন এই ঘাঁটিতে। ইতিমধ্যে প্রায় ১৮-১৯ গাড়ি ফোর্স রতনপল্লীর অতিথি নিবাসে প্রবেশ করেছে বলে খবর।

 

Related Articles

Back to top button
Close