fbpx
কলকাতাহেডলাইন

টানা বৃষ্টিতে দুর্যোগের কবলে কলকাতা, আহিরীটোলায় ভেঙে পড়ল পুরনো বাড়ি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনার সঙ্গে পাল্লা দিয়ে একের পর চলেছে দুর্যোগ। বীতশ্রদ্ধ মানুষের জীবন। ভারী বৃষ্টিতে বুধবার ভোর রাতে ধসে পড়ল বাড়ি। হঠাৎ এলাকায় হুড়মুড়িয়ে কিছু পড়ার শব্দ শুনতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গে মানুষ দৌড়ে গিয়ে দেখে  ভেঙে পড়েছে উত্তর কলকাতার ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি পুরনো বাড়ির একাংশ। ভিতরে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। উদ্ধারকাজে রয়েছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, দোতলা ওই বাড়িটি দীর্ঘদিনের পুরনো। দীর্ঘদিন তাতে কোনও সংস্কারও হয়নি। এই অবস্থায় পড়ে আছে। তবে কয়েকটি পরিবার থাকে।  তবে পুরনো ওই বাড়িতে কয়েকটি পরিবার থাকে। ভোর রাতে স্থানীয়রা হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পান। প্রথমে শব্দ আর পরে চিৎকার শুনে মানুষ ছুটে গিয়ে দেখেন এই অবস্থা। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো এখনও সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Close