পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁকসায় বহুতল আবসন থেকে পড়ে মৃত্যু বৃদ্ধ’র
জয়দেব লাহা, দুর্গাপুর: বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধর। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,
কাঁকসা থানার বামুনাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ ঘোষ (৬৩)। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি।
ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনাড়া এলাকায় বহুতল ওই আবাসনের একটি ফ্ল্যাটে অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী ছিলেন। দুপুর দেড়টা নাগাদ ১১ তলা থেকে অভিজিৎবাবু মাটিতে পড়ে যায়। আবাসনের নিরাপত্তারক্ষী শব্দ শুনে ছুটে যায়। অভিজিৎবাবু রক্তাক্ত অবস্থায় ছটপট করতে থাকেন। এলাকাবাসী পুলিশে খবর দেয়। তড়িঘড়ি পুলিশ ঘটনস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবার সুত্রে জানা গেছে, অভিজিৎবাবুর একটি মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে এখনও অবিবাহিত ও ছেলে চাকরি পাইনি। এছাড়াও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”