পান বরজে কাজ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের
মিলন পণ্ডা,(পূর্ব মেদিনীপুর): বাজারে পানের চাহিদা নেই বলেই চলে। তাই শ্রমিক না দিয়ে নিজেরই পান বরজের কাজে গিয়েছিলেন বৃদ্ধ। বাড়ির পান বরজের কাজ করতে সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার হলদিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধ মন্মথ বেরা(৬১)।
পুলিশ ও স্থানীয় সূএে জানা গিয়েছে বাড়িতে পান বরজ রয়েছে। তাই দুপুরে বাড়িতে পান বরজের কাজ করতে যান মন্মথবাবু। কাজ করার সময় কোনও একটা বিষাক্ত সাপ কামড় দেয়। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে পায়ের যন্ত্রনা শুরু হয়। এরপর পরিবারের লোকেরা দ্রুত উদ্ধার করে রামনগরের বড়রাঙ্ককুয়া হাসপাতালের নিয়ে যায়। অবস্থায় অবনতি হলে চিকিৎসক তাঁকে কাঁথি হাসপাতালে স্থান্তরিত করেন।
রাতেই কাঁথি হাসপাতালের মৃত্যুর হয়৷ দেহ বুধবার ময়নাতদন্তে পাঠিয়েছে। এই মৃত্যুর ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তে পর পরিবারের মৃতদেহটি তুলে দেওয়া হয়।