fbpx
কলকাতাহেডলাইন

ট্রাফিকের সুবিধার জন্যই স্থানান্তরিত হচ্ছে দক্ষিণ কলকাতার বুড়ো শিবতলা মন্দির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যানজট এড়াতে ও ট্রাফিকের সুবিধার জন্য স্থানান্তর করা হচ্ছে দক্ষিণ কোলকাতার বুড়োশিবতলার বিখ্যাত শিব মন্দির। এমনটাই জানিয়েছেন ওই এলাকার ওয়ার্ড কো অর্ডিনেটর তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং। রায় বাহাদুর রোডে তিনটি রাস্তার সংযোগস্থলে এটি  অবস্থিত এবং বহুকাল আগে থেকেই এখানে রয়েছে মন্দিরটি। তবে সময়ের সাথে সাথে এই অঞ্চলে বেড়েছে যানজট। তাই কলকাতা পৌর কর্পোরেশন রাস্তার মাঝখান থেকে মন্দির স্থানান্তরের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে তারক বাবু জানান, “পুরসভা সংলগ্ন এলাকায় তিন একর জমি নেওয়া হয়েছে। আমরা লোকালয়ে একটি সুন্দর মন্দির তৈরি করব। দুর্গাপূজার পরে প্রতিমা স্থানান্তরিত হবে”। রাস্তায় স্থান বাড়ানোর জন্য রাস্তার মাঝখানে মন্দিরের কাঠামোটি সরানো হবে।” এর ফলে ওই এলাকার যান জটের সমস্যা দূর হবে বলেই মত পুর কর্তৃপক্ষের।

Related Articles

Back to top button
Close