fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আসছে, বিন্দুমাত্র গাছাড়া মনোভাব দেখানো চলবে না’: মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে উৎসবের মরশুমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার গ্রাফ ক্রমেই উর্ধ্বমুখি দেশে। তাই উৎসবের মরশুমে গাছাড়া মনোভাব দেখালেই করোনার বিরুদ্ধে যাবতীয় লড়াই ব্যর্থ হবে৷মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে বার বার সেকথাই স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তিনি বলেন, “যতদিন না পর্যন্ত করোনার ভ্যাকসিন আসছে, বিন্দুমাত্র গাছাড়া মনোভাব দেখানো চলবে না৷’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷

প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় যেখানে সাড়ে ৫ হাজার লোকের করোনা হয়েছে, সেখানে ব্রাজিল, আমেরিকায় এই সংখ্যাটা ২৫ হাজারের কাছাকাছি৷ মৃত্যুর নিরিখে ভারতে প্রতি ১০ লক্ষে মৃতের সংখ্যা ৮৩, সেখানে আমেরিকা, ব্রাজিল, স্পেনের মতো বহু দেশে তা ৬০০-র বেশি৷ তিনি আরও বলেন, গোটা দেশে করোনা রোগীদের জন্য ৯০ লক্ষের বেশি বেড রয়েছে৷ ১২ হাজার কোয়ারেন্টাইন সেন্টার , ২ লক্ষ ল্যাব রয়েছে৷ খুব শিগগিরই দেশে করোনা পরীক্ষার সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে৷ নরেন্দ্র মোদি বলেন, বেশি সংখ্যায় টেস্ট করতে পারাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বড় শক্তি৷

প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন৷ এই সময়টা গাছাড়া মনোভাব দেখানোর নয়৷ করোনা বিদায় নিয়েছে এমন ভাবলে ভুল হবে৷ সাম্প্রতিক কালে এমন অনেক ভিডিও, ছবি সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে বহু মানুষ সতর্কতা বিধি মানছেন না৷ মাস্ক না পরে বাইরে বেরোলে, স্বাস্থ্যবিধি না মানলে নিজের পরিবার, সন্তান, পরিবারের প্রবীণদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন৷ এই সময়ে নিজের সুরক্ষার বিষয়ে সবথেকে বেশি জোর দিতে হবে৷ আমেরিকা, ইউরোপের দেশগুলিতে করোনা সংক্রমণের সংখ্যা কমে গিয়েও ফের বাড়তে শুরু করেছে৷ তাই ঢিলেমি দিলে হবে না৷ যতদিন না পর্যন্ত করোনার ভ্যাকসিন আসছে, বিন্দুমাত্র গাছাড়া মনোভাব দেখানো চলবে না৷’

Related Articles

Back to top button
Close