২১ শে জুলাই যানজট এড়াতে একাধিক রাস্তা হবে One Way, সিদ্ধান্ত কলকাতা পুলিশের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসকে ঘিরে সেজে উঠেছে রাজ্য-রাজনীতি। কলকাতা শহর জুড়ে সেন্ট্রাল পার্কা, গীতাঞ্জলী স্টেডিয়ামে বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূল সমর্থকদের ভিড় শুরু হয়েছে। গতকালই গীতাঞ্জলী স্টেডিয়ামে গিয়ে পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন তীব্র যানজটের সমস্যা এড়াতে শহরের বিভিন্ন রাস্তা ওয়ান ওয়ে করার পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলর শহিদ সমাবেশের কারণে বেশ কয়েকটি রাস্তা থাকবে ওয়ান ওয়ে। বন্ধ থাকবে সেই সব রাস্তায় সমস্ত মালবাহী যান চলাচল। তালিকায় কোন কোন রাস্তা রয়েছে, প্রথমত আর্মহার্স্ট স্ট্রিট হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। বিধান সরণি (কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড) – হবে দক্ষিণ থেকে উত্তর মুখী। কলেজ স্ট্রিটও হবে দক্ষিণ থেকে উত্তর মুখী।
এ ছাড়া. ব্রেবন রোড হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড স্ট্রিচ ) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। এ ছাড়া বিবি গাঙ্গুলি স্ট্রিট হবে পূর্ব থেকে পশ্চিমমুখী। বেন্ট্রিঙ্ক স্ট্রিট হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। নিউ সিআইটি রোড হবে পশ্চিম থেকে পূর্ব মুখী। আর রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী।