fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নবি দিবসে সম্প্রীতি বার্তা সমাজ সেবির

অভিজিৎ চৌধুরী, পুরুলিয়া : নবি দিবসে সম্প্রীতির নজর গড়ল পুরুলিয়ার জয়পুরের সমাজসেবি দিব্যজ্যোতি সিং দেও। নবি দিবসের দিন সকাল থেকেই বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতে মাস্ক বিতরণ করেন জয়পুর রাজপরিবারের অন্যতম সদস্য দিব্যজ্যোতি।

       আরও পড়ুন: ‘সমবেদনা এবং সৌভাতৃত্ব’, নবি দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ প্রায় সাতশ জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ করেন দিব্যজ্যোতি। দিব্যজ্যোতি সিং দেও জানিয়েছেন, মানুষের সেবা সবার কাছে আসল ধর্ম হওয়া উচিৎ।

Related Articles

Back to top button
Close