বিজয়া দশমীর দিন তাজমহলে গেরুয়া পতাকা উড়িয়ে শিবের আরাধনা করল হিন্দু সংগঠন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তাজমহলে গেরুয়া পতাকা ওড়ালেন হিন্দু সংগঠন। বিজয়া দশমীর দিন তাজমহলে এই গেরুয়া পতাকা তোলেন হিন্দু সংগঠন। গেরুয়া পতাকা তোলার পাশাপাশি শিবের পুজো করেন হিন্দু সংগঠনের সদস্যরা। বিজয় দশমীর দিনে তাজমহলে গেরুয়া ঝান্ডা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে যে, হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মী বিজয়া দশমীর দিন তাজমলহলের ভিতরে ঢুকে গেরুয়া ঝান্ডা তোলে আর শিব চালিসা পাঠ করেন। জানা গিয়েছে যে, হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর প্রায় পাঁচবার তাজমহলের ভিতরে গেরুয়া ঝান্ডা তুলে শিব আরাধনা করেছেন।
উল্লেখ্য, হিন্দু জাগরণ মঞ্চের গৌরব ঠাকুর দাবি করে বলেছেন যে, তাজমহল মমতাজ বেগমের স্মৃতি সৌধ নয়। ভগবান শিবের প্রাচীন মন্দির ভেঙ্গে তাজমহল তৈরি হয়েছে। উনি জানান, তিনি তাজমহলে এর আগেও শিব আরাধনা করেছেন, আর আগামী দিনেও করবেন। তিনি জানিয়েছেন যে, তাজমহলের সত্যতা সবার সামনে আসা উচিৎ। এটি হল হিন্দুদের ভরসার কেন্দ্র।