fbpx
দেশ

মুলায়ম সিং যাদবের প্রয়াণে টুইটে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দেশের রাষ্ট্রনেতাদের

যুগশঙ্খ, ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইট বার্তায় লেখেন, “মুলায়ম সিং যাদবজী উত্তর প্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি ট্যুইট করে লেখেন, ‘শ্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবেশ থেকে আসা মুলায়ম সিং যাদব জির কৃতিত্বগুলি ছিল অসাধারণ। ‘ধরতি পুত্র’ মুলায়ম জি জমির সঙ্গে যুক্ত একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি সব দলের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার পরিবার ও সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা!

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি ট্যুইট করে লেখেন, ‘রাজনীতিতে প্রতিকূলতা থাকা সত্ত্বেও মুলায়ম সিংজির মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। যখনই তার সঙ্গে দেখা হত, অনেক বিষয়েই কথা বলতেন খুব খোলা মনে। অনেক অনুষ্ঠানে তার সঙ্গে আলাপচারিতা আমার স্মৃতিতে সবসময় তাজা থাকবে। শোকের এই মুহূর্তে তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই।’

শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে বলেন, ‘জাতীয় স্তরের নেতা, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যু আমি গভীরভাবে শোকাহত। শ্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু আমাদের দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমার তার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা।’

Related Articles

Back to top button
Close