বিহারে সম্মুখ সমরে দুই যুযুধান পক্ষ… ১৬টি জেলার ৭১টি আসনে ভোট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ বিহারে ভোট। ৭১ টি আসনে লড়াই। সম্মুখ সফরে দুই যুযুধান পক্ষ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এনডিএ ও মহাজোট। দুপক্ষই একাধিক প্রতিশ্রুতি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। দেখা যাক বিহারবাসী কার প্রতিশ্রুতিকে মান্যতা দেয়।
আরও পড়ুন: উপনির্বাচন! শচীন-সিন্ধিয়া যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রদেশ
আজ ২৪৩টি আসন নির্বাচন হচ্ছে। এদিন ১৬টি জেলার ৭১টি আসনের মোট প্রার্থী ১০৬৬ জন। এর মধ্যে অন্তত ৮ জন মন্ত্রী লড়ছেন।
জেডিইউ, বিজেপি ও হাম পার্টির এনডিএ জোট জয়জুক্ত হলে নীতিশ কুমার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তবে চ্যালেঞ্জ জানাতে তৈরি আরজেডি’র তেজস্বী যাদব। যিনি ইতিমধ্যেই ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। পিছিয়ে নেই এনডিএ। তারাও তাদের বিচরণ ক্ষেত্র সাজিয়ে রেখেছে। এনডিএ- জানিয়েছে ভোটে জিতলে বিহারবাসী পাবেন ১৯ লক্ষ ভোট। সব মিলিয়ে চাকরি প্রতিশ্রুতির ছড়াছড়ি।
অন্যদিকে করোনা আবহের কথা মাথায় রেখে বুথ, ইভিএম স্যানিটাইজ করার পাশাপাশি ভোটারদের থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।