মহেশতলার বিসর্জনের রাতে চলল পরপর গুলি

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলার বিসর্জনের রাতে চলল পরপর গুলি। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আকড়া জগন্নাথ নগর মিস্ত্রীপাড়ায়। সোমবার গভীর রাতে রাস্তার ধারে মদ্যপ অবস্থায় মিটার বক্সে লাথি মারাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। তার প্রতিবাদ করে কার্তিক নস্কর বলে এক যুবক। এর বেশ কিছুক্ষণ পরে মিঠু অধিকারী তার দলবল নিয়ে হাতে বন্ধুক ও বোমা নিয়ে কার্তিক নস্কর এর বাড়ি চড়াও হয়।
পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় মিঠু অধিকারী ও তার দলবল। অজান্তে এক রাউন্ড গুলি এসে শুভাশিস বড়ুয়া নামে এক যুবকের চোখের পাশে লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে তড়িঘড়ি আসে মহেশতলা থানার পুলিশ। ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার সকালে মহেশতলা থানার পুলিশ মূল অভিযুক্ত মিঠু অধিকারী সহ সাতজনকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল তিনটি উদ্ধার করে। রাতে পুলিশ পিকেট বসিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।