লকডাউনের রাতে বাইপাসে দুর্ঘটনা…নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার পাল্টি খেয়ে দুশো মিটার দূরে ছিটকে পড়ল গাড়ি
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চালক

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: লকডাউনের রাতে বাইপাসের উপরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। এদিন রাত দশটা নাগাদ উল্টোডাঙার দিক থেকে বেলেঘাটার দিকে বাইপাসের উপর দিয়ে ছুটি আসছিল মারুতি সুজুকি সুইফট ডিজার মডেলের একটি সাদা গাড়ি। ফুলবাগান মোড়ের কাছে নির্মীয়মাণ সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের কাছে এসেই বাঁদিকের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের গান ফুটের ডিভাইডারের একবার ধাক্কা মারে গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরপর তিনবার পাল্টি খেয়ে প্রায় দুশো মিটার দূরে ছিটকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাল্টি খাওয়ার সময় গাড়ি থেকে ছিটকে উল্টোদিকের ফুটে পড়ে যান গাড়ির চালক। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ির চালককে। এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ এবং উল্টোডাঙা ট্রাফিক গার্ডের কর্তারা। গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না বলে জানা গিয়েছে।আশঙ্কাজনক অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গাড়ির গতি ১২০’র বেশি ছিল বলে অনুমান পুলিশের।