আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষ্যে, শুরু ৭৫ দিনব্যাপি বিনামূল্যে বুস্টার ডোজ কর্মসূচি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কেন্দ্রের উদ্যোগে আজ, ১৫ জুলাই থেকে শুরু হল ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ টিকাকরণ। সকাল থেকে টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলির সামনে টিকা নেওয়ার লম্বা লাইন পড়ে যায়।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ৭৫ দিন পর্যন্ত সমস্ত প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাধীনতার ৭৫তম বর্ষ, আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষের উদযাপন হচ্ছে দেশে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য করোনার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মাঝে সময়ের ব্যবধান কমিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে।
নয়া নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্করা দ্বিতীয় টিকা নেওয়ার ছ’মাস পর বুস্টার ডোজ নিতে পারবেন। সেইমতো কোউইন অ্যাপেও প্রয়োজনীয় বদল আনা হয়েছে। তারপরেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।