fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ছট পুজো উপলক্ষে মানুষজন মেতে উঠলেন রূপনারায়ণের তীরে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বাঙালি সম্প্রদায়ের একটার পর একটা উৎসব শেষ হওয়ার পর এবার বিহারী সম্প্রদায়ের মানুষজন মেতে উঠল তাদের ছট পুজোর আরাধনায়। পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর তীরে এমনই চিত্র লক্ষ্য করা গেল। এই পুজোয় মেতে উঠল ছোট থেকে বড় সবাই।

নদীর তীরে অসংখ্য বাদ্যযন্ত্র সহকারে বিহারী মা-বোন থেকে শুরু করে বৃদ্ধদের এই উৎসবে মেতে উঠতে দেখা যায়। সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য উদয় হওয়ার সময় ছট পুজোর আরাধনা। নতুন জামা কাপড় পড়ে পুজোর ডালি হাতে নিয়ে নদীর ঘাটে উপস্থিত হয় এই সম্প্রদায়ের মানুষজন।

এই পুজোকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহল দিতে দেখা যায় কোলাঘাট থানার বিট হাউসের প্রশাসনকে। করোনা ভাইরাস থাকার জন্য সরকারি সমস্ত নিয়ম বিধি মেনেই এই সম্প্রদায়ের মানুষজন কে পুজোয় মেতে উঠতে দেখা যায়। অন্যান্য বছর বিহার বাসীদের তেমন সমাগম লক্ষ্য করা না গেলেও এবারে রূপনারায়ণ নদীর তীরে অসংখ্য বিহারী মানুষজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Related Articles

Back to top button
Close