
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ধর্মতলার মেয়ো রোড থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রদুর্নীতি নিয়ে একাধিক ঘটনা উঠে আসছিল শিরনাম। কাজেই আজ মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন প্রত্যেকে।
সমাবেশের মঞ্চ থেকে একাধিক বার্তা দিয়েছেন তিনি। স্বভাবতই প্রশ্ন তুলেছেন বিরোধীদলের কার্যকলাপ নিয়েও। পাশাপাশি আগামী দিনে টাকার জন্য নয়, শান্তি বজায় রেখে কাজের নির্দেশও দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে এটাই ছিল শেষ সমাবেশ, কাজেই রাজনৈতিক দিক থেকে আজকের এই সভা ছিল বেশ তাৎপর্যপূর্ণ। রবিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হলেও এই উপলক্ষে উৎসব পালিত হবে সোমবার অর্থাৎ ২৯ অগাস্ট। ওইদিন কলকাতার মেয়ো রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।