
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে অ্যাপ বাইক চালক। মহানগরে আবারও একবার অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। সূত্রের খবর, গড়ফা এলাকায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম ধীরাজ কুমার রাম (২২)। সে কলকাতার তিলজলা রোডের বাসিন্দা। শনিবার রাতে অভিযুক্তের বাড়ির সামনে থেকেই ধীরাজকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা বছর ২৫-এর এক তরুণী শুক্রবার দুপুরে বেলেঘাটা রোড থেকে ওই অ্যাপ নির্ভর বাইকে ওঠেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত বাইক চালক ধীরাজ কুমার রাম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাঁকে গন্তব্যে পৌঁছে না দিয়ে মাঝ রাস্তাতেই নামিয়ে দেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে অশ্লীল ভাষাতেও কথা বলে অভিযুক্ত। এমনকি তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ ওই তরুণীর।
আরও পড়ুনঃ শুভেন্দুর খাসতালুকেই প্রথমে পা রাখছেন মমতা, ৭ ডিসেম্বর থেকে জেলা সফরের মুখ্যমন্ত্রী
গত শুক্রবার ওই তরুণী বেলেঘাটা থেকে অ্যাপ বাইকে উঠেছিলেন। তাঁর দেওয়া নির্দিষ্ট লোকেশনে না পৌঁছে দিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে চালক। প্রতিবাদ করলে গড়ফা থানা এলাকার কালিকাপুরে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কটুক্তিও করে।
১০০ ডায়ালে ফোন করে গোটা বিষয়টি জানায় তরুণী। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।