পশ্চিমবঙ্গহেডলাইন
মিনাখাঁর ফেরিঘাট থেকে তরল মাদকসহ, দুষ্কৃতী গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার মাঝেরপাড়া বিদ্যাধরী ফেরিঘাট থেকে কুখ্যাত মাদক পাচারকারী গ্রেফতার। শনিবার ভোররাতে মিনাখা থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে গ্রেফতার করে কুখ্যাত মাদক পাচারকারী আজিহার তরফদারকে।
আরও পড়ুন: শিক্ষা থেকে বঞ্চিত পড়ুয়ারা, স্টাডি সেন্টার খুলে সাহায্যের হাত বাড়াল RSS
জানা গিয়েছে, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৫ লিটার তরল মাদক, যার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। দুষ্কৃতীর বাড়ি মিনাখাঁ থানা কুমার জোল গ্রামে । এর আগে এই ব্যক্তির বিরুদ্ধে তরল মাদক বিক্রি ও পাচারের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় নাম ছিল,পুলিশ ঐ মাদক পাচার কারিকে খুঁজছিল। আজ ধৃত দুষ্কৃতীকে বারাসাত মহকুমা আদালতে তোলা হয়েছে ১৪ দিনের পুলিশ হফাজতে নেওয়ার জন্য ।