পশ্চিমবঙ্গহেডলাইন
জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাইকে কোপালো অপর ভাই

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাইকে ছুড়ি দিয়ে কোপালো অপর আরেক ভাই। উত্তর ২৪ পরগনা হাবরা থানার অন্তর্গত পৃথিবা মালি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, ছোট ভাই আব্দুল গোফুর মন্ডলের জমিতে বড় ভাই গাছের ডাল দিয়ে জমি ঘিরতে আসে। এর প্রতিবাদ করায় ছোট ভাই আব্দুল গোফফুর মন্ডলকে ছুরি দিয়ে কোপ মারে বড় ভাইকে।
[আরও পড়ুন- উত্তরপ্রদেশে গ্রেপ্তার রাহুল গান্ধী]
সঙ্গে সঙ্গে আব্দুল গফুরের ছেলে ছুটে গিয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে আসে। আব্দুল গফুরকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হাবরা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।