পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁকসায় দেওয়াল চাপা পড়ে মৃত এক শিশু, আহত ২
জয়দেব লাহা, দুর্গাপুর: বর্ষায় দুর্বল হয়ে পড়া মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল এক শিশুকন্যার, আহত হয়েছে আরও এক শিশু সহ দুজন। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকসা বনকাটি পঞ্চায়েতের আধারশুলি গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে মৃতের নাম সঙ্গীতা বাস্কি(৬)। স্থানীয় বাসিন্দা কার্তিক বেসরা জানান,” মামার বাড়িতে সঙ্গীতা কে রেখে জমি তে ধান পোতার কাজে গিয়েছিল তার মা বাবা। বাড়িতে তিনজন ঘুমিয়েছিল। দুপুর নাগাদ আচমকা মাটির বাড়ীর দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও দমকল বাহিনী। দেওয়াল ভাঙা মাটির চাঙড় সরিয়ে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা সঙ্গীতাকে মৃত বলে ঘোষনা করে। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।