নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সন্দেহে ফের মৃত্যু হল এক পুর কর্মীর। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের জন্ম-মৃত্যু শংসাপত্র সেকশনে কাজ করতেন তিনি। শনিবার আর জি কর হাসপাতালে তার মৃত্যু হয়।
হুগলীর চন্দননগরের বাসিন্দা অমিত পাখিরা (৫০) বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চারদিন আগে জ্বর সর্দি-কাশি সহ করোনা উপসর্গ নিয়ে উত্তর কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরেই করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট আসার আগেই আজ তাঁর মৃত্যু হয়।
তবে এই নতুন নয় এর আগেও কলকাতা পুরসভার অর্থ বিভাগের এক কর্মী কোভিদ পজিটিভ হয়ে মেডিকেল কলেজে মারা গিয়েছিলেন।