ট্রাক্টর উল্টে ঝাড়গ্রামে এক জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: ট্রাক্টর উল্টে বেলিয়াবেড়া থানার বড়ামচাটি এলাকায় এক জনের মৃত্যু হল। বৃহস্পতিবার ১১টা’র সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুর দুই ব্লকের বেলিয়াবেড়া থানার বড়াম চাটি মুড়ি মিলের কাছে। মৃত ব্যক্তির নাম প্রদুৎ ঘোষ (৪৫)। তার বাড়ি বেলিয়াবেড়া থানার চৈনিশোল গ্রামে।
জানা গিয়েছে, মৃতের স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে।নিজের ট্রাক্টর তিনি নিজেই চালাছিলেন। বৃহস্পতিবার তিনি ট্রাক্টর নিয়ে টবাবনি গ্রামে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় খালের উপর ট্রাক্টর নিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যায়। যার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনা স্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঐ ঘটনার তদন্ত শুরু করে।