কন্যা সন্তান জন্ম দিয়ে একটি গ্রাম সবুজায়ন করার সংকল্প এক বাবার

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: গ্রামীণ এলাকায় এখনও সেই পুরাতন আসা রয়ে গেছে। আদরের পুত্র ঘর আলো করে আগামী প্রজন্ম টিকিয়ে রাখবে, এটাই চায় গ্রামীণ এলাকার লোকজনরা। তবে ইদানিংকালে গ্রাম বাংলার প্রত্যন্ত স্থানে এই ধারণা পাল্টাতে শুরু করেছে। কোলাঘাট ব্লকের প্রত্যন্ত গ্রাম কুলিয়া। এই গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাইতির হয়নি কোনও পুত্র সন্তান। ২০ আগস্ট ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। প্রথম মেয়ে সন্তানকে কাছে পেয়েই নিজের বসতবাড়িতে শুরু হয়েছে আনন্দ উৎসব।
আর আনন্দে তিনি নিজ জন্মভূমি কুলিয়া গ্রামকে সবুজায়নে ভরিয়ে তোলার বার্তা নিয়েছেন। রাস্তার একপাশে সরকারি-বেসরকারি জমিতে সেগুন, আকাশবাণী, মেহগনি গাছ সহ আরও বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে মেয়ের এই জন্মদিন স্মরণীয় করে রাখলেন তিনি। পেশায় ব্যাঙ্ক কর্মী হলেও চিরদিনই তিনি প্রকৃতিপ্রেমী। রামকৃষ্ণ বাবু ও তার সহধর্মিণী সংগীতা দুজনেই খুশি তাদের কন্যা সন্তান হওয়ার জন্য।
[আরও পড়ুন- নাবালিকা প্রেমিকাকে বিয়ে করতে নারাজ প্রেমিক, ধর্নায় প্রেমিকা]
সারা কুলিয়া গ্রামে গাছ লাগানোর পর রামকৃষ্ণ মাইতি জানালেন যে, প্রচুর গাছ নষ্ট হয়েছে বিধ্বংসী আমফান ঝড়ে। মেয়ের জন্মদিনকে সামনে রেখেই তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে, বৃহৎ এলাকায় বৃক্ষরোপণ করা হবে। নিজের গ্রামটিকে সবুজায়নে সাজিয়ে তুলতে হবে। আজ তা পূরণ হল। মেয়েকে বড় করে তুলে সেই সঙ্গে সবুজ ঘেরা গ্রামটিকে গড়ে তোলাই এখন আমার সংকল্প। মেয়ের নামকরণ হয়নি ঠিকই তবে বৃক্ষের নামই রাখা হবে তার। এই মহৎ কাজের জন্য এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন শ্রীমাইতিকে।