বিয়ের প্রস্তাব না মানায় কিশোরীকে খুন, গ্রেফতার যুবক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: কিশোরীকে খুনের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম সৌমিত্র মাঝি ওরফে শুভ । তার বাড়ি পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাগবাই গ্রামে । আউসগ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মঙ্গলকোটের গোপালপুর থেকে তাকে গ্রেফতার করে ।
সুনির্দিষ্ট ধারায় মানলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । খুনের ঘটনার পুনর্নির্মাণ ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তদন্তকারী অফিসার এদিন ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান । সেজেএম সেই আবেদন মঞ্জুর করেছেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী মৌ
ঘোড়ুইয়ের বাড়ি বুদবুদ থানার খাণ্ডারি গ্রামে।
মানকরে টিউশন পড়তে যাবার জন্য গত ১৮ জুন সকাল সাড়ে ৮টা নাগাদ ওই কিশোরী মানকরে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরের দিন আউশগ্রাম থানার সাহেবডাঙা এফসিআইয়ের গোডাউনের পিছন থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। কাশোরীকে খুন করা হয়েছে বলে দাবি করে তাঁর বাবা তরুণ ঘোড়ুই আউসগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে ।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুভ বেশ কিছুদিন ধরে মৌকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। মৌ সম্মতি না দেওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল ।
ঘটনার দিন মৌ যখন টিউশন পড়ে বাড়ি ফিরছিল তখন শুভ ও অপর এক যুবক তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । শুভর প্রস্তাব মৌ না মানাতেই তাকে খুন করে হয় বলে পুলিশের অনুমান । খুনের প্রকৃত কারণ জানার জন্য শুভকে নিজেদের হেপাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।