সামশেরগঞ্জে বোমা ফেটে মৃত ১, জখম শিশু
কৌশিক অধিকারি, জঙ্গিপুর: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামে শনিবার সন্ধ্যায় বোমা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হুমায়ূন কবির (৪০)। জখম হয়েছে চার বছরের এক শিশু। জখম অবস্থায় শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হুমায়ূন কবির শনিবার সন্ধ্যায় নমাজ পড়ার পর ছাদে যায়, বাড়ির লোকজন ভাবে সে ঘুমোতে গেছে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা বিকট আওয়াজ হয় আর সেই আওয়াজে হুমায়ূনের মা তার নিজের নাতিকে ছাদে পাঠান। ছাদে গিয়ে দেখেন হুমায়ূন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং জখম হয় চার বছরের শিশু।
আরও পড়ুন:বাড়ছে উদ্বেগ, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩০৩ জন পুলিশকর্মী
সামশেরগঞ্জ থানার হুমায়ূন কবিরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু না কেউ বোমা মেরেছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছ এলাকায়।