fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

খালি সিলিন্ডারের পরিবর্তে লরিতে অবৈধ ভাবে মজুত গ্যাস ভর্তি সিলিন্ডার, গ্রেফতার চালক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: লরিতে লোড করার কথা ছিল মেরামত যোগ্য ৪১৪ টি ইন্ডায়ান অয়েলের খালি গ্যাস সিলিন্ডার ।তার পরিবর্তে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট থেকেই অবৈধ উপায়ে লরিতে লোড করা হয়েছিল ৩৯৮ টি খালি ও ১৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার।পাচারের উদ্দেশ্যে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রাম এলাকার সাইডলেনে লরি দাঁড় করিয়ে সেই সব গ্যাস ভর্তি সিলিন্ডার নামানো হচ্ছিল ।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জামালপুর থানার পুলিশ গ্যাস সিলিন্ডার বোঝাই লরি আটক করার পাশাপাশি গ্রেপ্তার করলো চালককে । এই ঘটনায় দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের লোকজনও জড়িত রয়েছে বলে পুলিশ মনেকরছে।

পুলিশ জানিয়েছে , ধৃত লরি চালকের নাম প্রেমচন্দ্র সাউ । তার বাড়ি বিহার রাজ্যে । সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে । এই অবৈধ কারবারে আরও কারা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তকারী অফিসার এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান ।বিচারক ধৃতকে ৫ দিন পুলিশী হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছে ,
“বুধবার রাত আনুমানিক ৯ টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে নবগ্রাম পার্কিং লাগোয়া সাইড লেনে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি দাঁড়ায় । ওই জায়গায় লরি থেকে গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল । যদিও সিলিন্ডার গুলি ওখানে নামানোর কোন কথা ছিল না ।

গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে পৌছায় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লরিটি আটকায় ।ওই লরিতে ৪১৪ টি গ্যাস সিলিন্ডার ছিল ।লরি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ইন্ডায়ান অয়েলের দুর্গাপুরের বটলিং প্ল্যান্ট থেকে ওই গ্যাস সিলিন্ডার গুলি লরিতে লোড হয়েছিল । মেরামতির জন্য সিলিন্ডার গুলি পাঠানো হচ্ছিল হাওড়ার একটি কারখানায় ।সিলিন্ডার গুলি খতিয়ে দেখে পুলিশ নিশ্চিৎ হয় লরিতে থাকা সব সিলিন্ডার খালি নয় । অনেকগুলি সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল ।এমনটা হওয়ার কি কারণ তা জানতে চালক প্রেমচন্দ্র সাউ সহ সিলিন্ডার বোঝাই লরিটি পুলিশ আটক করে। এরপর পুলিশ যোগাযোগ করে দুর্গাপুরে ইন্ডায়ান অয়েল কর্পোরেসনের আধিকারিকদের সঙ্গে ।

বৃহস্পতিবার দুর্গাপুর বটলিং প্ল্যান্টের আধিকারিক জামালপুরে আসেন ।তারা লরিতে থাকা সমস্ত গ্যাস সিলিন্ডার খতিয়ে দেখে নিশ্চিৎ হন লরিতে সব খালি সিলিন্ডার থাকার কথা থাকলেও ১৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার রয়েছে । এই বিষয়ে দুর্গাপুর বটলিং প্ল্যান্টের চিফ মানেজারের সঙ্গে কথা বলে জানাযায়,‘ তারা ৪১৪ টি খালি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার মেরামতির জন্য লরিতে লোডকরে হাওড়ার কারখানায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন । লরিতে গ্যাস ভর্তি কোন সিলিন্ডার থাকার কথা নয় । ’

এসডিপও বলেন , অবৈধ উপায়ে বেআইনি ভাবে যে লরিতে গ্যাস ভর্তি ১৬ টি সিলিন্ডার লোড করা হয়েছিল তা নিশ্চিৎ হবার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে । দায়ের হওয়া সেই মামলার ভিতিতে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় লরি চালককে । ”

পুলিশের অনুমান এই অবৈধ কাজের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের দুর্গাপুর বটলিং প্ল্যান্টের লোকজনও জড়িত রয়েছে । চালককে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে।এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের দুর্গাপুর বটলিং পল্যান্টের চিফ ম্যানেজার শশাঙ্ক মহাপাত্রর মোবাইল ফোনে একাধিবার ফোন করা হয় । কিন্তু তিনি ফোন রিসিভ না করায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Related Articles

Back to top button
Close