পশ্চিমবঙ্গহেডলাইন
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হলদিবাড়িতে

অরূপ দেবনাথ, হলদিবাড়ি: বৃহস্পতিবার দুপুরে হলদিবাড়ি শহরের পূর্বপাড়া এলাকায় এক যুবকের গলায় গামছা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ দেহটি উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্ত সূত্রে পুলিশ জানতে পেরেছে, মৃত ওই যুবকের নাম সুদীপ পাল (৩৪)।
পেশায় তিনি ভেটেনারি ফার্মাসিস্ট। বাড়ি কলকাতার বারাসাতে।কর্মসূত্রে সে হলদিবাড়ি শহরের পূর্বপাড়ায় একাই ভাড়া থাকতো। এদিন তার রান্নাঘর থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।