করোনায় ধূমপান ছেড়েছেন ১০ লক্ষ মানুষ

লন্ডন (সংবাদ সংস্থা): মহামারী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ১০ লক্ষ মানুষ ধূমপান ছেড়েছেন। ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ নামের এক দাতব্য সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে। করোনা কালের এই চার মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে ছেড়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:অবশেষে বদলি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে
অন্যদিকে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যাচ্ছে, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে। পাশাপাশি, চিকিৎসকরাও সতর্ক করে বলেছেন, কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধূমপানে। কোভিড-১৯ মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের। বলতে গেলে করোনা অনেকটা ফুসফুস সংক্রামক ভাইরাস। একইভাবে ধূমপানও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। তাই, করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলে আসছেন।