
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আবারও করোনার বলি হলেন কলকাতা পুলিশের সদস্য। বৃহস্পতিবার সকালেই মারা গেলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর তুষার কান্তি কুলে। তিনি দক্ষিন কলকাতার হরিদেবপুর থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ।তাঁর মৃত্যতে শোকের ছায়া নেমেছে হরিদেবপুর থানায়। ফেসবুকে শোকবার্তা দিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশও।
আরও পড়ুন: রেকর্ড গড়া বাঙালি সাঁতারুর আরতি সাহার ৮০তম জন্মদিনে গুগল ডুডলে সেলাম
শুরু থেকেই কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকরা কার্যত সামনে দাঁড়িয়েই কোভিডের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন। তার জেরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের দুই হাজারেরও বেশি কর্মী ও আধিকারিক মারা গিয়েছেন কোভিডে সংক্রমিত হয়ে। বাহিনীর কর্মী ও আধিকারিকদের সুরক্ষার স্বার্থে তাই লালবাজারের ভিতরে তৈরি হয়েছে পৃথক আইসোলেশন সেলও। কিন্তু তাতেও কোনও ভাবেই এড়ানো যাচ্ছে না করোনার সংক্রমণ। একদম সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের এমন মর্মান্তিক পরিণতিতে চিন্তায় রয়েছে প্রশাসনও।