বসিরহাটে তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগে গ্রেফতার এক

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: তৃণমূল এক কর্মীর উপরে হামলার অভিযোগ পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে। জানা গেছে, ধৃত ওই ব্যক্তি বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার হাড়োয়া থানা কুলটি অঞ্চলের চৌধুরীচক গ্রামে।
জানা গেছে, শুক্রবার রাত্রি দশটা নাগাদ গ্রামেরই তৃণমূল নেতা আতিয়ার মোল্লা ও দলীয় নেতা কর্মীরা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। অভিযোগ, লোহার রড, দা, কুড়ুল, হাসুয়া সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সুজয় মণ্ডল এবং বিশ্বজিৎ মন্ডল এর নেতৃত্বে জনা কুড়ি পঁচিশের একটি দুষ্কৃতীর দল হামলা চালায়।
আরও পড়ুন: সুন্দরবনে চাপে পড়ে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিল ব্লক সভাপতি
এই ঘটনায় পুরুষ এবং মহিলা মিলে সাতজন আহত হন। তাদের মধ্যে একজন মহিলা গুরুতর আহত হন। তিনি কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। পাল্টা তৃণমূলের মারে যখম দুজন বিজেপি কর্মী বলেও অভিযোগ। ঘটনায় বিজেপির বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এই ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।