fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শীতে অভিভাবকদের মাধ্যমে শিশুদের আরও সচেতন থাকার বার্তা দিল গড়বেতার এক বিদ্যালয়

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: অতিমারীতে বন্ধ বিদ্যালয়ে শিশুদের আসা যাওয়া। তারই মাঝে মাসে মাসে চলছে অভিভাবকদের মাধ্যমে তাদের হাতে হাতে মিড ডে মিলের খাদ্যসামগ্রী তুলে দেবার কাজ। সেই ফাঁকে গড়বেতা ১ নং ব্লকের আমলা গোড়া চক্রের রেউদী প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষার্থীদের মাধ্যমে এই মহামারীর থেকে সতর্ক থাকতে ও পরিবারের সবাইকে সচেতন রাখতে বুধবার নতুন বার্তা পাঠালো অভিভাবকদের মাধ্যমে।

আরও পড়ুন: আমিই কিন্তু জিতব, আগামী সপ্তাহেই চমক দেখবে আমেরিকা, দাবি ট্রাম্পের

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, ঠান্ডা পড়ছে দিনদিন।এই সময় একটু বেশিই সতর্ক থাকতে হবে সকলকে। ছোটদের তো এই সময় একটু বেশিই নজরে রাখতে হয়। আমার ছাত্র-ছাত্রীরা নিজেরা সতর্ক থাকুক সেই সঙ্গে একটু ঘুরিয়ে নতুন ভাবনায় ওদের দিয়েই বাড়ির মানুষদের ভালো রাখার দায়িত্ব দিয়েছি। ওদের কে ভালো রাখতে বাড়ির বাবা, মা সহ সকলে ওদেরকে বার বার সতর্ক করে এই সময় সুস্থ রাখতে, এবার একটু ঘুরিয়ে নতুন ভাবে ওরাই ভালো থাকতে ও সকল কে ভালো রাখতে সচেতনতার বার্তা দিক। করোনা মহামারীর থেকে নিজেকে সেই সঙ্গে বাড়ির প্রিয় জন দের সুস্থ রাখতে সতর্ক থাকতেই হবে। সেই সঙ্গে পুজো কেমন কাটল, কি কি সতর্কতা নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিল কিনা, এই সব নিয়েই নিজের মন থেকে ওরা লেখুক। বার বার যতই ছোটরা ভাববে ততই নতুন নতুন মনের ভাব প্রকাশ পাবে, সেই সঙ্গে সতর্ক থাকবে এবং ভালো থাকবে পরিবারকে সুস্থ রাখবে। ওদের কে বার বার বলার জায়গায় ওরাই বলবে বাড়িতে বারবার।

Related Articles

Back to top button
Close