সালারে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কৌশিক অধিকারী, কান্দিঃ শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার দক্ষিণখন্ড গ্রাম এলাকা থেকে সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই কেজি বোমা তৈরির মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। ধৃত দুস্কৃতীকে রবিবার কান্দি আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হলে বিচারক সুস্মিতা মুখার্জি তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম দিলীপ খাঁ। বাড়ি সালার থানার কায়েমপাড়া এলাকায়। ধৃত বারুদের ব্যবসার সঙ্গে যুক্ত। সালার থানার দক্ষিণখন্ড গ্রামে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার কাছ থেকে দুই কেজি বোমা তৈরির বারুদ মশলা উদ্ধার করা হয়েছে এবং একটি ওয়ান সার্টার পাইপগান এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে রবিবার কান্দি আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।