fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

কৃষক বিক্ষোভে ট্রাক্টরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষক বিক্ষোভে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একজনের। বিক্ষোভে অংশ নেওয়ার সময় গাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয় এক মেকানিকের। কৃষক বিক্ষোভ চলাকালীন দিল্লির তিকরি সীমানায় এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে যে, পাঞ্জাবের ধনৌলা থেকে কৃষক বিক্ষোভে  যোগ দিতে যাচ্ছিলেন জনক রাজ নামে ওই মেকানিক। দিল্লির কৃষক বিক্ষোভে অংশ দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন তিনি। এরপর তিকরি সীমানা এলাকায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। গাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়।  অগ্নিদগ্ধ হয়ে মারা যান জনক রাজ।

আরও পড়ুন- আজ চন্দ্রগ্রহণ, প্রভাব পড়বে কোন কোন গ্রহের ওপর, দেখে নিন

জনক রাজের বন্ধুরা আগুন নেভানোর  চেষ্টা শুরু করেন। স্থানীয় থানাতেও খবর দেন তাঁরা। ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করার পর সন্দেহভাজন কিছুই পায়নি পুলিশ।  খুনের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ ঘটনাকে দুর্ঘটনা বলে জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে একটি ট্যুইট করে জানানো হয়েছে যে, একটি ট্রাক্টরের মধ্যে ঘুমোচ্ছিলেন জনক রাজ। ট্রাক্টরের ভিতর শর্ট সার্কিট হয়ে যাওয়ার ফলে আগুন লেগে যায়। আর এতেই মারা যান তিনি।

 

 

Related Articles

Back to top button
Close