পশ্চিমবঙ্গহেডলাইন
পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক
অরূপ দেবনাথ, হলদিবাড়ি: লকডাউনের মধ্যে পথ দুর্ঘটনার গুরুতর আহত এক বাইক আরোহী।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গৌরাঙ্গ বাজার এলাকায়। হলদিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত ব্যক্তির নাম রঞ্জিত রায়(৪৬)। বাড়ি হলদিবাড়ি ব্লকের পয়ামারী এলাকায়।
আরও পড়ুন: লকডাউনে বন্ধ বৈদেশিক বানিজ্য, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা
এদিন তিনি বাইকে করে সাতকুড়া থেকে বাড়ি ফেরার পথে গৌরাঙ্গ বাজার এলাকায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পরে যান। মাথা বুক সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। স্থানীয়রা জানান, তিনি নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। তারাই তাকে উদ্ধার করে প্রথমে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।