fbpx
অন্যান্যপশ্চিমবঙ্গহেডলাইন

জনসংযোগে আরও একধাপ এগিয়ে, নবদ্বীপ রাস উৎসবে বিজেপির বিশেষ পরিষেবা কেন্দ্র

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : ভারতীয় জনতা পার্টি,নবদ্বীপ ব্লক জেড পি-২৫ নং মন্ডল কমিটির উদ্যোগে নবদ্বীপ রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে দর্শনার্থী সহ যাত্রী সাধারণের সুবিধার্থে বিশেষ পরিষেবা প্রদানের ব্যবস্থা করলো। গতকাল সন্ধ্যায় উদ্বোধন উপলক্ষে ভারতীয় জনতা কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার জেলার একাধিক নেতা-নেত্রীর সঙ্গে নিজে উপস্থিত থেকে সমস্ত বিষয়ে নজরদারি করলেন।

 

ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে উৎসব চলাকালীন দেশ বিদেশের বহু ভক্ত সমাগম হয়ে থাকে। এবছর করোনা আবহে প্রশাসনিক বাধ্যবাধকতা থাকায় কড়া নজরদারিতে রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির পরিষেবা কেন্দ্র থেকে মাস্ক প্রদান সহ হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থার পাশাপাশি সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশ গ্ৰহন সহ উপভোগের আহ্বান জানান হয়। ভারতীয় জনতা পার্টির এই উদ্দোগে খুশি উপস্থিত দর্শনার্থী সহ এলাকার সর্বস্তরের জনগণ।

Related Articles

Back to top button
Close