fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সাগরদিঘীতে প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার এক

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার অন্তর্গত মোড়গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট সহ গ্রেফতার করা হল একজনকে। বুধবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভামশী জানান, মঙ্গলবার রাতে ৫ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ৫০০ ও ২ হাজার টাকার জাল নোট সহ মোট ৫ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে সাগরদিঘী থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃত নাম সুমন শেখ। মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তাকে সাগরদিঘী থানার মোড়গ্রাম এলাকা থেকে এই জাল নোট সহ গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে ।

Related Articles

Back to top button
Close