পশ্চিমবঙ্গহেডলাইন
বনগাঁর গঙ্গানন্দপুর গর্তের ভেতর থেকে বের হচ্ছে গ্যাস, খতিয়ে দেখতে ONGC -এর প্রতিনিধি দল

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বনগাঁর গঙ্গানন্দপুর গর্তের ভেতর থেকে বের হচ্ছে গ্যাস, তাই খতিয়ে দেখতে এসে পৌঁছাল ONGC -এর প্রতিনিধি দল।
জানা গেছে, গত শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর এলাকায় নলকুপ খোঁড়ার পর ওই গর্তের ভেতর থেকে গ্যাস বের হতে থাকে। এমনকি দেশলাই কাঠি জ্বালালে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। তারপর ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সেই ঘটনার পর সোমবার দুপুরে সেই এলাকা খতিয়ে দেখতে আসেন ONGC একটি প্রতিনিধি দল।
প্রতিনিধিদলের আধিকারিকরা বাড়ির মালিক নারায়ণ চন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেন ও নলকূপের যায়গাটা খতিয়ে দেখেন। চেষ্টা করেন সেখান থেকে গ্যাস সংগ্রহ করার। যাতে তারা ল্যাবে নিয়ে পরিক্ষা করে দেখতে পারেন ঠিক কি ধরনের গ্যাস৷ কিন্তু গ্যাসের গতি কম থাকায় তারা তা সংগ্রহ করতে পারেন নি।