রাজ্য বিজেপির নির্দেশে জেলাজুড়ে অব্যাহত গৃহ সম্পর্ক অভিযান

সুদর্শন বেরা, মেদিনীপুর: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান শাসক দলের নেতাকর্মীরা। অন্যদিকে রাজনৈতিক মঞ্চে এক ইঞ্চি ফাঁক রাখতে নারাজ বিজেপি নেতৃত্ব। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের এক নম্বর দেবগ্রাম অঞ্চলের বাবুইবাসা গ্রামে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের বিষয় তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কুনার হেমব্রম, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজিব কুণ্ডু, শালবনি উত্তর মন্ডলের সভাপতি সজল মাহাতো, চিন্ময়পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনমত গঠনের জন্য ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক লড়াই করতে মরিয়া রাজনৈতিক দলগুলি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বলেন, মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত।রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি রূপায়ণ করতে চায়নি। তাই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা বহু মানুষ পায়নি। তাই গৃহ সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কি কি উন্নয়ন প্রকল্প চালু করেছে তা বিস্তারিত ভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।