পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে উদ্যোগী কেন্দ্র, মজুতে রাশ কেন্দ্রের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হল কেন্দ্র। পেঁয়াজ মজুতে রাশ টানল কেন্দ্র। দামের নিয়ন্ত্রণ এনে পরিস্থিতি সামাল দিতে পেঁয়াজ মজুতে রাশ টানছে কেন্দ্র।
অতি বৃষ্টির কারণে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধপ্রদেশের মত জায়গায় পেঁয়াজ উৎপাদনে ধাক্কা খেয়েছে। খরিফ মরশুমের পেঁয়াজ আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলে আশা করছে কেন্দ্র।
কেন্দ্রের উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রক ঘোষণা করেছে যে, ২৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের যথেচ্ছ মজুদদারি করা যাবে না। এই সময় কোন পাইকারি বিক্রেতা ২৫ টনের বেশি পেঁয়াজ গুদামে মজুদ রাখতে পারবে না। পাশাপাশি খুচরা বিক্রেতারা ২ টনের বেশি পেঁয়াজ তাদের কাছে মজুদ রাখতে পারবেন না। এছাড়া সরকারি গুদাম থেকে পেঁয়াজ এনে দাম নিয়ন্ত্রণের কথা ভাবা হয়েছে।
কেন্দ্রের হিসেবে অনুযায়ী, ইতিমধ্যে দেশে গড়ে খুচরো পেঁয়াজের দাম গত বছরের তুলনায় ২২.১২ শতাংশ বেড়েছে। আর গত পাঁচ বছরের তুলনায় দাম ১১৪.৯৬ শতাংশ বেড়েছে। নতুন কৃষি আইন অনুযায়ী এবার দামের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হল।