করোনা আবহে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি জওহর নবোদয় বিদ্যালয়ে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতেই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা জওহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা গ্রহনের। বিদ্যালয়ের অধ্যক্ষ সোমেশ্বর নন্দী জানান, “এবছর করোনা আবহে এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জেলার প্রতিটি ব্লকে বিশেষ শিবির করে বিতরন করা হচ্ছে। প্রয়োজনে ইচ্ছুক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আবেদন পত্র পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্দ্যেশ্যে প্রতি ব্লকের জন্য দুজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য বছর বিভিন্ন বিডিও দফতর, বিদ্যালয় পরিদর্শকের দফতর এবং বিদ্যালয় দফতর থেকে আবেদন পত্র বিতরন করা হত। এবার অতিমারির আবহে যাতে আরও বেশী সংখ্যক ছাত্র ছাত্রী প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে তার লক্ষ্যেই এভাবে আবেদন পত্র দেবার ব্যবস্থ্যা গ্রহন করা হয়েছে।