ঐক্য! NEET-JEE পিছোতে মমতা-সনিয়ার যৌথ আহ্বানে আজ বিরোধীদের বৈঠক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিজেপি-র বিরুদ্ধে বিরোধী জোট গড়ে জোরদার লড়াইয়ের পথে নামছে কংগ্রেস। যার নির্যাস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে NEET ও JEE পরীক্ষা বাতিলের দাবিতে সরব হচ্ছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি।পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা পিছোনোর জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্র কিছুতেই কান দিচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পরবর্তী কর্মসূচি স্থির করতে আজ, বুধবার বৈঠকে বসতে চলেছেন বেশ কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর যৌথ আহ্বানে এই ভিডিয়ো বৈঠক। এদিন দুপুর আড়াইটেয় ভার্চুয়াল মিটিং হবে। মমতার কথায়, ‘সব অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি সম্ভবত থাকতে পারবেন না, তাঁর একটি পূর্বনির্ধারিত অন্য কাজ রয়েছে।’ বৈঠকে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ।
তৃণমূল সূত্রে খবর, নিট, জয়েন্ট-সহ বিভিন্ন পরীক্ষা পিছনোর জন্য মমতা ও সনিয়ার যৌথ আহ্বানের এই বৈঠক রাজনৈতিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে। এ ক্ষেত্রে অবশ্য রাজনৈতিক ইস্যুর তুলনায় বড় হল পরীক্ষার্থীদের নিরাপত্তা। সেই সূত্রেই পরবর্তী পদক্ষেপ স্থির হবে বলে তৃণমূলের দাবি৷ পরীক্ষা ছাড়াও কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের কাছে রাজ্যগুলির পাওনা নিয়ে আলোচনা হওয়ার কথা আছে৷
শুধু NEET ও JEE পরীক্ষা স্থগিতই ইস্যু নয় বৈঠকের। দেশের যুক্তরাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখাকেও অ্যাজেন্ডা রাখা হয়েছে বৈঠকে। সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের এই বৈঠক অত্যন্ত তাত্পর্যপূর্ণ। কারণ, সাম্প্রতিককালে বিরোধী ঐক্য ভীষণ ভাবে ধাক্কা খেয়েছে সংসদে কয়েকটি বিল পাশের সময়। বিরোধীদের মধ্যে অনৈক্যে সেই বিলগুলি নির্বিঘ্নে পাশ করাতে পেরেছে কেন্দ্র।
আরও পড়ুন: আনলক-৪ পর্বে শুরু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা, তবে এখনই খুলছে না স্কুল-কলেজ
এর আগে এমন বৈঠক হয়েছিল গত ২২ মে। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্যের অভাব ইত্যাদি ইস্যুতে সনিয়া গান্ধীর ডাকা সেই বৈঠকে মমতা-সহ ২২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। কিন্তু আজকের বৈঠক দু’দিক দিয়ে আলাদা। প্রথমত, আজকের আলোচনার আহ্বান যৌথ ভাবে জানিয়েছেন মমতা এবং সনিয়া। দ্বিতীয়ত, এখানে রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়নি। বদলে ডাকা হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের৷ নিট, জেইই-র মতো পরীক্ষা নিয়ে নিজেদের রাজ্যের বক্তব্য তুলে ধরে মোদী সরকারকে চাপে ফেলতে চাইছে বিরোধীরা। যদিও এই ইস্যুতে বিরোধী শিবির দ্বিধাবিভক্ত। অ-বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য আবার পরীক্ষা নেওয়ার ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সহমত। তা ছাড়া সর্বোচ্চ আদালত পরীক্ষায় সায় দেওয়ায় এ নিয়ে কতদূর এগোনো যাবে, সে ব্যাপারেও অনেকে সন্দিহান।