গুরুত্বপূর্ণদেশহেডলাইন
অনাস্থা প্রস্তাব! রাজ্যসভার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অগণতান্ত্রিকভাবে নিয়ম ভঙ্গের জন্য গতকালই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়নের তোপের মুখে পড়ে ছিলেন ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ান সিং। আরে দিন রবিবার সম্মিলিত বিরোধী দলগুলির অনাস্থা প্রস্তাবের মুখে পড়তে হলো রাজ্যসভার ডেপুটি স্পিকারকে।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল বলেন, ‘ওঁনার (রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান) গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করা উচিত। কিন্তু তার পরিবর্তে আজ ওঁনার যে হাবভার ছিল, তাতে গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি।’
তারইমধ্যে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বাসভবনে বৈঠকে বসেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী এবং রাজ্যসভার ডেপুটি নেতা পীযূষ গোয়েল।