পেঁয়াজের ঝাঁজে নয়, দামে নাজেহাল সাধারণ মানুষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পেঁয়াজের ঝাঁজে নয়, দামে নাজেহাল সাধারণ মানুষ। ক্রমশই বাড়ছে পেঁয়াজের দাম। জানা গিয়েছে, দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তেই বেড়েছে দাম। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবের মরশুমে পেঁয়াজের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন- আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও… ফের তিলোত্তমাকে ভেজাতে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ]
আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে। দেশের বহু অংশে অতি বৃষ্টির জেরে বহু ফসল নষ্ট হয়েছে। কর্ণাটক থেকে লাল পেঁয়াজ যায় দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার অতিবৃষ্টির জন্য কর্ণাটকে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এরফলে পেঁয়াজের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের লাসলগাঁওতে গত তিনদিনে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬০০ টাকা। এরফলে গত তিনদিনে এক কুইন্টাল পেঁয়াজের দাম ৩,৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪,৪০০ টাকা। এছাড়াও ছোট এবং খারাপ পেঁয়াজের দামও কুইন্টাল প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।