২০২১-এর নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে চাকদহে সাংগঠনিক বৈঠক

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন। বাংলা দখলের প্রস্তুতি স্বরূপ জোর কদমে শুরু হল নির্বাচনী রনকৌশল তৈরি সহ ভোট প্রক্রিয়া পরিচালনার রূপরেখা তৈরি সহ নেতা কর্মীদের আত্ম মূল্যায়ন বিষয়ক সাংগঠনিক বৈঠক। আজ সকাল সাড়ে দশটা থেকে চাকদহ বিধানসভা এলাকার নেতা কর্মীদের নিয়ে স্থানীয় কামালপুর হাই স্কুলে শুরু হয়েছে বিজেপির এই সাংগঠনিক বৈঠক।
ব্যাপক কর্মী সমাবেশে আয়োজিত এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন ওয়াকিবহাল মহল।প্রধান আলোচক সাংসদ জগন্নাথ সরকার,বুথ ভিত্তিক সংগঠন বিস্তার সহ দলকে শক্তিশালী করার ক্ষেত্রে কর্মীদের আরো সক্রিয় ভূমিকা গ্ৰহণের পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি র ক্ষেত্রে জোর দেন, মানুষের মধ্যে দলের গ্ৰহণযোগ্যতা বাড়াতে, কেন্দ্রের নানা জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে আরো ওয়াকিবহাল করার আহ্বান জানান জগন্নাথ বাবু।