গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ওড়িশায় ট্রেনিং চলাকালীন ভেঙে পড়ল বিমান ! মৃত্যু দুই পাইলটের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ট্রেনিং চলাকালীন ওড়িশায় ভেঙে পড়ল একটি বিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল দুই পাইলটের। মৃত্যু হয়েছে একজন ক্যাপ্টেন ও একজন ট্রেনি পাইলটের। ওড়িশার ধেনকানল জেলায় সোমবার ভেঙে পড়ে বিমানটি৷
মৃত ক্যাপ্টেনের নাম সঞ্জীব কুমার ঝা। তিনি বিহারের বাসিন্দা। ট্রেনি পাইলটের নাম আনিস ফাতিমা। তিনি তামিলনাডুর বাসিন্দা।
ওড়িশার বিরাসল এয়ারস্ট্রিপে বিমান ওড়ানোর ট্রেনিংয়ের সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।