পশ্চিমবঙ্গহেডলাইন
ভিন রাজ্য থেকে ফিরতেই চাঞ্চল্য এলাকায়
নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: ভিন রাজ্য থেকে আসা এক ব্যাক্তিকে কেন্দ্র করে ধূপগুড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।গত কয়েকদিন ধরে তালাবন্ধ অবস্থায় একটি বাড়িতে হঠাৎ করে এক ব্যাক্তিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। জানা যায় ওই ব্যক্তি উত্তর প্রদেশ থেকে ফিরেছেন।
এলাকাবাসীরা অভিযোগ করেন যে, ওই ব্যাক্তি কোনওরকম চিকিৎসা না করেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং কাগজপত্র কোনও কিছু দেখাতে পারছে না। বাধ্য হয়ে এলাকাবাসীরা ধূপগুড়ি থানায় ঘটনাটি জানায়। পুলিশ সূত্রে খবর, অবশেষে উত্তর প্রদেশ ফেরত ওই ব্যাক্তিকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তার তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।