‘পৃথিবীর সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ’, JNU-তে স্বামীজির মূর্তি উন্মোচন করে বললেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার জেএনইউতে ভার্চুয়ালি স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মূর্তি উন্মোচন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বামীজীর এই মূর্তি সবাইকে প্রেরণা যোগাক, সাহস দিক। দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ’
#WATCH: One thing that has harmed a lot to democratic setup of our country is giving more priority to one’s own ideology than interest of nation…Our thinking should align with interest of our nation & not be against it: PM Modi after unveiling statue of Swami Vivekananda at JNU pic.twitter.com/TSqQI2OfkH
— ANI (@ANI) November 12, 2020
তিনি আরও বলেন, ‘দেশ তখনই আত্মনির্ভর হয়, যখন চিন্তাধারা হয় আত্মনির্ভর। জেএনইউ-তে রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়।’ এর জন্য এদিন জেএনইউ-এর শিক্ষক-পড়ুয়াদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের দেশে বহু ভাবধারা এসে মিলিত হয়ে নতুন ভাবধারার জন্ম হয়। রসবোধকে বাঁচিয়ে রাখতে হবে, তা যেন হারিয়ে না যায়।’ সেইসঙ্গে পাশাপাশি, সরকারের কাজের খতিয়ানও পেশ করেন মোদি। বলেন, ‘ কৃষকদের সুরক্ষা বাড়িয়েছি আমরা। গরিবদের কাছে পৌঁছে দিয়েছি দ্রুতগতির ইন্টারনেট।’