fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোচবিহার পুরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান ভূষণ সিং

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:কোচবিহার পুরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান ভূষণ সিং। বৃহস্পতিবার কোচবিহার পুরসভার মেয়াদের শেষ দিন। ইতিমধ্যেই রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর এর তরফ থেকে এক নির্দেশিকা এসে পৌঁছেছে। ওই নির্দেশিকায় কোচবিহার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করা হয়েছে ভূষণ সিংকে এবং বিদায়ী ভাইস-চেয়ারম্যান আমিনা আহমেদ কে প্রশাসক মণ্ডলীর কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: করোনা: চিনকে একঘরে করার প্রক্রিয়া শুরু আমেরিকার!

গত এপ্রিল মাসেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভার সঙ্গে কোচবিহার পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি আকার নেওয়ায় সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর দিনহাটা, মাথাভাঙা পুরসভার মতো কোচবিহার পৌরসভাতেও প্রশাসক নিয়োগ করলো।

Related Articles

Back to top button
Close