fbpx
কলকাতাহেডলাইন

সব থেকে বেশি সংক্রমিত ওয়ার্ডে ১৫০০ চারা গাছ বিলি বিদায়ী কাউন্সিলরের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী বর্তমানে সব থেকে সংক্রমিত ১০৯ নম্বর ওয়ার্ড। রবিবার ওই ওয়ার্ডেই ১৫০০ চারাগাছ বিতরণ করলেন বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে অভিষিক্তার সামনে অনুষ্ঠিত হয় সেই বৃক্ষপ্রদান কর্মসূচী। অনুষ্ঠানে অনন্যা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, সোহিনী সরকার, কলকাতা পুরসভা ও বন দফতরের আধিকারিকরা।

করোনা আবহে প্রথম থেকেই বেগ দিচ্ছে দক্ষিণ পূর্ব কলকাতা। তবে এই আবহেই আমফান পরবর্তী সময়ের সঙ্গে লড়তে গেলে বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজনীয়। এদিন পঞ্চসায়র অঞ্চলের ২৫ হাউজিং কমপ্লেক্সের প্রতিনিধিদের হাতে অনন্যা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন ১৫০০ চারাগাছ। প্রতিটি হাউজিংয়ের প্রতিনিধিদের হাতে ফল, ফুলের গাছের পাশাপাশি পাতাবাহার-নিম-শাল-সেগুনের মত গাছের চারা তুলে দেওয়া হয়।

বরাবরই ওয়ার্ডে বেশ জনপ্রিয় বিদায়ী কাউন্সিলর তথা অধুনা ওয়ার্ড কো অর্ডিনেটর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যেকোনও সমস্যায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মতো সুনাম রয়েছে তার। রাজ্যের প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছিল তাঁর ১০৯ নম্বর ওয়ার্ড থেকেই। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় সচেতনতা বার্তা প্রচারে উঠে পড়ে লেগেছিলেন তিনি। একইসঙ্গে থার্মাল স্ক্রিনিং ও সাবানের পাউচ সাধারণ মানুষের ঘরে ঘরে নিজের হাতে পৌঁছে দিয়েছেন অনন্যাদেবী। তার এলাকায় সর্বোচ্চ করোনা আক্রান্তের সন্ধান মেলার গোটা এলাকায় কখনও আরটিপিসিআর টেস্ট, আবার কখনও আবারRapid অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আরও টেস্ট হবে বলে জানিয়েছেন তিনি। এবার করোনার পাশাপাশি চারা গাছ দিয়েও নিজের ওয়ার্ড তথা পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগী হলেন তিনি।

Related Articles

Back to top button
Close